নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন; এ সময় আহত হয়েছে আরও নয়জন।
মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বশাক জানান, গুলিবিদ্ধ লিজা (৩০), মীম (১৫), খালেদা আক্তার (৩৫), ফালান (৩৫), সজল হোসেন ও অজ্ঞাত পরিচয় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আলমগীর বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
Be the first to comment on "মুন্সীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭"