ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক : খালেদা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু ক্ষমতা স্থায়ী করতে ৭১’র পর ভিন্নমতাবলম্বীদের হত্যা শুরু করে শাসকগোষ্ঠী, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তিনি এসব কথা বলেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়া টুইটে লিখেছেন, ‘রাজনৈতিক-বিশ্বাসের জন্য জানুয়ারি ২, ১৯৭৫ বিচারবহির্ভূত হত্যার শিকার হন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা প্রকৌশলী সিরাজ সিকদার, যে বিচার আজও হয়নি। শুধু ক্ষমতা স্থায়ী করতে ৭১’র পর ভিন্নমতাবলম্বীদের হত্যা শুরু করে শাসকগোষ্ঠী, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক।

Be the first to comment on "ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক : খালেদা"

Leave a comment

Your email address will not be published.




4 × one =