ইউরোপে ব্রাজিলের সেরা নেইমার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কুটিনহোকে হারিয়ে তৃতীয়বারের মত সাম্বা গোল্ড ট্রফি জিতেছেন নেইমার। পুরস্কারটি মূলত ইউরোপে খেলা ব্রাজিলের সেরা ফুটবলারের শ্রেষ্ঠত্ব। সাংবাদিক, সাবেক পেশাদার ফুটবলার ও সমর্থকরা ভোট দিয়ে নেইমারকে নির্বাচিত করেন।

সব মিলিয়ে মোট ২৭.৭১% ভোট পেয়ে সেরা নির্বাচিত হন নেইমার। কুটিনহো পেয়েছেন ১৬.৬৪% ভোট। তৃতীয় হওয়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো পেয়েছেন ১৪.৪৩% ভোট। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে বার্সেলোনার পাওলিনিয়ো, রিয়ালের কাসেমিরো ও ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে পুরস্কারটি জিতেছিলেন নেইমার। ২০১৬ সালে তাকে হারিয়ে সেরা হয়েছিলেন লিভারপুলের কুটিনহো।

২০০৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয়। প্রথমবার জিতেছিলেন কাকা। এতদিন সর্বোচ্চ টানা তিনবার এটা জিতেছিলেন থিয়াগো সিলভা। এবার সিলভার সঙ্গে ভাগ বসালেন নেইমার।

উল্লেখ্য, চলতি মৌসুমে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। নতুন ক্লাবের হয়ে এ পর্যন্ত ২০ ম্যাচে ১৭ গোল করেছেন।

Be the first to comment on "ইউরোপে ব্রাজিলের সেরা নেইমার"

Leave a comment

Your email address will not be published.




six − three =