নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অননুমোদিত ভাসমান দোকান বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। সোমবার রাতে প্রক্টরিয়াল বডি মাইকিং করে অনুমতিহীন দোকান বন্ধের নির্দেশনা দেয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে অনুমতিহীন ভাসমান দোকানগুলো বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে নির্দেশনার পর থেকে টিএসসির সামনের দোকানগুলো বন্ধ রয়েছে। দোকানিরা বলেন, রাতে প্রক্টরিয়াল টিম দোকান বন্ধের নির্দেশ দেয়, সকালেও আমাদের খুলতে দেয়া হয়নি। তাদের কয়েকজন জানান টিএসসির দোকানসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে খোলা হয়েছে, লিখিত অনুমতি নেই।
তবে এ বিষয়ে প্রক্টর বলেন, টিএসসিতেও যাদের অনুমতি আছে তারা দোকান খুলতে পারবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দোকানগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
এর আগেও টিএসসির সংগঠনগুলোকে রাত ৮টার মধ্যে বন্ধ করে দেয়ার নির্দেশনা দিয়ে বিতর্ক তৈরি করে টিএসসি প্রশাসন।
Be the first to comment on "ঢাবিতে ভাসমান দোকান বন্ধের নির্দেশ"