২০১৮ সালে মাশরাফি-সাকিবদের পূর্ণাঙ্গ সূচি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ব্যস্ততার মধ্যেই ২০১৭ সালটা কেটেছে বাংলাদেশের। এবার নতুন বছর ২০১৮ সালে ব্যস্ততা আরও বৃদ্ধি পাচ্ছে মাশরাফি-সাকিবদের। চলতি বছর কমপক্ষে ১৫ ওয়ানডে, ৮ টি টেস্ট ও ৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ও এশিয়া কাপের গ্রুপ পর্ব পাড় হতে পারলে বাড়বে ম্যাচ সংখ্যা। এর বাইরে এপ্রিল-মে মাসে চাইলে নতুন কোনো সিরিজ আয়োজন করতে পারবে বাংলাদেশ।

চলতি মাসের ১৫ তারিখ ঘরের মাঠে শুরু হচ্ছে ত্রিদেশিয় সিরিজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এ সিরিজে কমপক্ষে চার ম্যাচ পাবে বাংলাদেশ। ফাইনালে খেললে বাড়বে এক ম্যাচ। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। যেখানে থাকছে দু’টি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ।

মার্চে আবারো ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ। যেখানে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত। মার্চে আইসিসি’র এফটিপিতে ওয়েষ্ট ইন্ডিজ ট্যুর ছিলো বাংলাদেশের। কিন্তু পূর্ণাঙ্গ এই সিরিজটি ঝুলে পড়েছে।

এপ্রিল আর মে মাসে কোনো খেলা নেই বাংলাদেশের। চাইলে এ সময় পাকিস্তানকে চাপ দিয়ে স্থগিত হওয়া সিরিজটাও আদায় করে নেয়া যেতে পারে এই সময়ে। আইসিসি’র এফটিপি বলছে জুনে এশিয়া কাপ। তবে, এসিসি চাইছে আসরটি সেপ্টম্বরে আয়োজন করতে।

এদিকে মার্চে ঝুলে যাওয়া ওয়েষ্ট ইন্ডিজ সফরটি জুলাইয়ে করার পরিকল্পনা আছে বিসিবি’র। কারণ এ সময় খেলা নেই টাইগারদের। আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে মাশরাফিরা। খেলবে দু’টি টেস্ট ও ৩ ওয়ানডে।

অক্টোবরে ফিরতি সফরে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। যথারীতি এখানেও থাকবে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ১ টি টোয়েন্টি। নভেম্বর ডিসেম্বরে বিপিএলের ষষ্ট আসর। তার আগে লোকাল ক্রিকেটারদের নিয়ে আরো একটি সংক্ষিপ্ত টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। ২০১৮ শেষ হবে বিপিএল দিয়ে।২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে

বাংলাদেশ দলের সূচি

সময় প্রতিপক্ষ সিরিজটুর্নামেন্ট আয়োজক
জানুয়ারি জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা মিরপুরে তিন জাতি ওয়ানডে সিরিজ
ফেব্রুয়ারি শ্রীলঙ্কা মিরপুর, চট্টগ্রাম ও  সিলেটে  ২ টেস্ট ও ২ টি–টোয়েন্টির সিরিজ
মার্চ শ্রীলঙ্কা ও ভারত কলম্বোয় তিন জাতি টি–টোয়েন্টি সিরিজ
জুন ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয় সফরের সূচি নির্ধারিত হয়নি
সেপ্টেম্বর প্রতিপক্ষ–সূচি নির্ধারিত হয়নি এশিয়া কাপ
সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ডারউইন–কেয়ার্নসে ২ টেস্ট, ৩ ওয়ানডে সিরিজ
নভেম্বর–ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে হতে যাওয়া ক্যারিবীয়দের পূর্ণাঙ্গ সফরের সূচি নির্ধারিত হয়নি

Be the first to comment on "২০১৮ সালে মাশরাফি-সাকিবদের পূর্ণাঙ্গ সূচি"

Leave a comment

Your email address will not be published.




5 + nineteen =