নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সোমবার বলা হয়েছে, সরকারবিরোধী টানা বিক্ষোভের তৃতীয়দিন রোববার সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে।
দেশজুড়ে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটির ক্ষমতাসীন সরকারকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ২০০৯ সালে সংস্কারপন্থী মিত্রজোট ক্ষমতায় আসার পর ইরানের এই বিক্ষোভকে এ যাবৎকালের সর্ববৃহৎ হিসেবে বলা হচ্ছে। সোমবার আরো জোরালো বিক্ষোভের ডাক দেয়া দেশটিতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার শঙ্কা দেখা দিয়েছে।
Be the first to comment on "ইরানে ব্যাপক সংঘর্ষে নিহত ১০"