প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে তানিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরকীয়া প্রেমিক ইকবালকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার সকালে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া বেগম উপজেলার পুরান বন্দর চৌধুরীপাড়া এলাকার সৌদী প্রবাসী নূর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার কোটপাড়ায়।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক এসআই অজয় কুমার দাস জানান, সৌদী প্রবাসী নূর হোসেনের সঙ্গে ২০০৫ সালে তানিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। স্বামী নূর হোসেন সৌদীআরব থাকার ফলে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন তানিয়া। ধারণা করা হচ্ছে কোনো দ্বন্দ্বের জেরে গভীর রাতে তানিয়ার বাড়িতে এসে তাকে শ্বাসরোধে হত্যা করে ইকবাল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Be the first to comment on "প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা"

Leave a comment

Your email address will not be published.




eighteen − nine =