নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে রোববার ভোরে অভিযান চালিয়ে জেএমবির তিন গায়েরে এহসার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৪টি জিহাদি বই, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরা মতিবাজার গ্রামের মৃত নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), ধোবরা গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও লক্ষীপুর মোবারকপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)।
র্যাব-৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃত্বে রোববার ভোর ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর-কালিনগর এলাকার কামারদহ ছোট সাঁকো সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালিয়ে গোপন বৈঠককালে আজিবুল হক ও সাইফুল ইসলামকে আটক করে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
পরে আজিবুল হক ও সাইফুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর মোবারকপুর গ্রামে তাজামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তারা জেএমবির গায়েরে এহসার সদস্য। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয় হবে বলে র্যাব জানিয়েছে।
Be the first to comment on "চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৩ সদস্য গ্রেফতার"