নিউজ ডেস্ক : বগুড়া থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির শুরা সদস্য মোস্ট ওয়ান্টেড সাঈদ ওরফে তালহা শেখকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনে হেফাজতে পেয়েছে পুলিশ।
শনিবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ কথা জানান।
‘মো. আবু সাঈদ ওরফে আ. করিম ওরফে তৈয়ব ওরফে তালহা ওরফে শ্যামল শেখ ওরফে হোসাইন ওরফে সাজিদ ওরফে ডেঞ্জার ওরফে শাকিল ওরফে মোখলেছ ওরফে শফিক’ নামে জেএমবির এই নেতাকে শুক্রবার রাত ১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজার থেকে অস্ত্র ও চাকুসহ গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে জেএমবি নেতা আবু সাঈদকে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবু রায়হানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সনাতন চক্রবর্তী।
আবু সাঈদ ওরফে তালহা শেখ আট বছর আগে পালিয়ে ভারতের মুর্শিদাবাদে গিয়ে স্থানীয় এক জঙ্গিনেতার মেয়েকে বিয়ে করে সেখানেও জেএমবির কার্যক্রমে যোগ দিয়েছিলেন শনিবার জানিয়েছে বগুড়া পুলিশ।
Be the first to comment on "তিন দিনের রিমান্ডে ‘তালহা শেখ’"