নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। এর ফলে এক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, একটি মালবাহী ট্রেন শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ট্রোনটি বেলা পৌনে ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এরফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়ে।
তবে তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে অপর একটি ইঞ্জিনের সহায়তায় বেলা ১১টা ৫০ মিনিটে তা উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Be the first to comment on "সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক"