বঙ্গবন্ধু সেতুতে ১০ গাড়ির সংঘর্ষ : দু’পাশে যানজট

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু সেতুতে ১০টি গাড়ির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে সেতুর দু’পাশে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে ভোরে ৩ ঘণ্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল শুরু করলে ভোর ৬টার দিকে ঢাকাগামী লেনে পরপর ১০ গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের কারণে সেতুর দু’পাশে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সেতু থেকে অন্যত্র সরিয়ে নেয়ার কাজ করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান ওসি।

Be the first to comment on "বঙ্গবন্ধু সেতুতে ১০ গাড়ির সংঘর্ষ : দু’পাশে যানজট"

Leave a comment

Your email address will not be published.




seventeen − 17 =