রূপগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শরীফ মিয়া (৩৬) ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, চাপাতি ও বড় ছোরা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড়ের ৩শ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তা এলাকায় বিভিন্ন মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর সেলিম মিয়া জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওই সড়কের চৌরাস্তা এলাকায় প্রায় ৮ থেকে ১০ জনের একদল ডাকাত একটি মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথ ভাবে ওই ডাকাতদের আটক করতে যায়।

কিন্তু ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর শরীফ নামের এক ডাকাত নিহত হয়। এছাড়া আনিছ নামের আরো এক ডাকাতকে আটক করা হয়। নিহত শরীফ মিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

Be the first to comment on "রূপগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১"

Leave a comment

Your email address will not be published.




nineteen − fifteen =