নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ধরনের ফ্লাইটে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। অধিকাংশ এয়ারলাইন্সের ফ্লাইট ওঠা-নামায় বিলম্বতি হচ্ছে। বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনছেন যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ রিজেন্ট, নভোএয়ার, ইউএসবাংলাসহ কয়েকটি ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে। শিডিউল বিলম্বের শিকার যাত্রীরা বিমানবন্দরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইট শিডিউল পরিবর্তিত হয়েছে। প্রত্যেকটি ফ্লাইট কমপক্ষে ২ থেকে আড়াই ঘণ্টা করে দেরিতে অবতরণ করছে।
Be the first to comment on "ঘন কুয়াশায় শাহজালালে শিডিউল বিপর্যয়"