যশোরে লক্ষ্যভ্রষ্ট গুলিতে চা দোকানি নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : প্রতিপক্ষকে মারতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট গুলিতে চা দোকানি এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনার জেরে আরেক তরুণের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষ।

কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজুর রহমান জানান, শনিবার বেলা ১১টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড়ে হামলার ও হত্যাকাণ্ডের এসব ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান (২৩) ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

টিপুর মা ডালিয়া বেগম সাংবাদিকদের বলেন, “টিপু দোকানে পুরি তৈরি করছিল। দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছিল এলাকার সন্ত্রাসী সোহেল ওরফে ট্যাবলেট সোহেল।

এ সময় এলাকার আরেক সন্ত্রাসী ইয়াছিনসহ তিন যুবক এসে সোহেলকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে লাগে। তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুকে গুলিবিদ্ধ টিপুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন।

এদিকে গুলির ঘটনার পর একই এলাকার শুভ নামে এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুভ ওই এলাকার ইয়াছিনের সহযোগী বলে এলাকাবাসী জানিয়েছে।

শুভর চাচা খবির শিকদার বলেন, টিপুকে গুলি করার পর সোহেলের নেতৃত্বে এলাকার ২০-২৫ জন সন্ত্রাসী আমাদের বাড়িতে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। টিপুকে কারা গুলি করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এ বিষয়ে পরিদর্শক আলমগীর বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Be the first to comment on "যশোরে লক্ষ্যভ্রষ্ট গুলিতে চা দোকানি নিহত"

Leave a comment

Your email address will not be published.




eighteen − six =