গুম আ.লীগের আমলেই শুরু : ফখরুল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গুমের প্রচলন আগে ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্লগারসহ সরকারের ভিন্নমত পোষণকারীদের গুম করা হচ্ছে। কিন্তু কেন এই গুম, এর কারণ বের হচ্ছে না। দেশসহ বহির্বিশ্বে গুম নিয়ে প্রতিবাদ হওয়ায় কয়েক জনকে ফেরত দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে শহরের আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি নেতাদের মধ্যে অন্তঃকোন্দল রয়েছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্য নাকোচ করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিতে কোনো মতানৈক্য নেই। দল ইউনাইটেড। ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে। খালেদা জিয়া আমাদের দলের চেয়ারপারসন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই দল চলছে।

রসিক নির্বাচন প্রসঙ্গে বিএনপির দুর্বলতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগের ভারাডুবি হয়েছে। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বিএনপির ভোট বেড়েছে।

বর্ধিত সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন সিংপাড়া এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন।

Be the first to comment on "গুম আ.লীগের আমলেই শুরু : ফখরুল"

Leave a comment

Your email address will not be published.




three × 4 =