কল্যাণ পার্টির মহাসচিবের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ‘নিখোঁজ’ হওয়ার চার মাস পর গ্রেফতার ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর (সিএমএম) হাকিম আদালতে হাজির করে নৌপরিবহনমন্ত্রীর মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

আজ বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশে তাদের ওপর বোমা নিক্ষেপ করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার রাতে তাকে রাজধানীর শাহজাদপুর সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব। ওইদিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন তিনি। এতদিন তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি।

Be the first to comment on "কল্যাণ পার্টির মহাসচিবের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ"

Leave a comment

Your email address will not be published.




four × five =