ভারতকে সহজেই হারালো বাংলাদেশের মেয়েরা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আজ দুপুরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে লিগপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং বাংলাদেশ। ম্যাচের ফলাফলের কোনো গুরুত্ব ছিল না। বাংলাদেশ -ভারত দুই দলই ফাইনাল নিশ্চিত করেছিল আগে। ম্যাচটিকে বাংলাদেশ নিয়েছিল মর্যাদার লড়াই হিসেবে।

লাল-সবুজ মেয়েদের কাছে ভারত পাত্তাই পায়নি আনুষ্ঠানিকতার এ ম্যাচে। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে।

বাংলাদেশ এগিয়ে যায় ৩২ মিনিটে অনুচিং মগিনির গোলে। মনিকা চাকমার কর্ণার থেকে হেডে গোল করেন সাজেদার বদলি হিসেবে খেলতে নামা অনুচিং। ব্যবধান দ্বিগুণ করেই বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

বিরতির বাঁশির কয়েক সেকেন্ড আগে পেনাল্টি থেকে গোল করেন ডিফেন্ডার শামসুন্নাহার। মিডফিল্ডার শামসুন্নাহার বল নিয়ে বক্সে ঢুকলে ভারতীয় ডিফেন্ডার তাকে ফেলে দেন, তাতেই পেনাল্টি পায় বাংলাদেশ।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকতে পারতো স্বাগতিক মেয়েরা। কিন্তু ৩৪ মিনিটে চরম ব্যর্থতার পরিচয় দেন অনুচিং মগিনি। গোলরক্ষককে কাটিয়েও বল বাইরে মারেন তিনি।

৫৪ মিনিটে ভারতের জালে তৃতীয়বার বল পাঠায় বাংলাদেশ। ডান দিকে ঢুকে ২ জন ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন এ ফরোয়ার্ড।

Be the first to comment on "ভারতকে সহজেই হারালো বাংলাদেশের মেয়েরা"

Leave a comment

Your email address will not be published.




18 − three =