ভরাডুবি নিশ্চিত জেনে বিএনপির অপপ্রচার: আ. লীগ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রংপুর সিটি নির্বাচনে ‘ভরাডুবি নিশ্চিত জেনে’ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ‘অপপ্রচার’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার দুপুরে রংপুরে ভোট চলাকালে ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নানক বলেন, “সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটিতে ভোট চলছে। এ পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ৩০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টার থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী গত মেয়াদের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু এবং জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ভোটের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা বলেছেন, সফিক ফলাফল আসবে কি না, তা নিয়ে তিনি শঙ্কিত।

আর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, রংপুরে ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

এর জবাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নানক বলেন, “চিরাচরিত অভ্যাস অনুযায়ী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি কথা বলে যাচ্ছে।”

রিজভীর বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আমার মনে হয় রংপুরে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাতেই থাকবে না। নিশ্চিত ভরাডুবি জেনেই বিএনপি অপপ্রচার করে যাচ্ছে।”

এজেন্ট বের করে দেওয়া নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগ নেতা নানক বলেন, “আমরা মনিটরিং করছি, এমনকি কোনো মিডিয়াতেও এমন খবর নেই। আল্লাহই জানে এরা এসব খবর কোথায় পায়।”

রংপরে আওয়ামী লীগের প্রার্থী আবারও জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

Be the first to comment on "ভরাডুবি নিশ্চিত জেনে বিএনপির অপপ্রচার: আ. লীগ"

Leave a comment

Your email address will not be published.




9 − 3 =