দ. কোরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জিসেওন শহরের স্পোর্টস সেন্টারের একটি ভবন এবং পাবলিক টয়লেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের ওই ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।

দমকল বাহিনীর কর্মীরা বলছেন, হতাহতের ঘটনা ঘটেছে স্পোর্টস সেন্টারের আটতলা ভবনে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে, আটতলা ভবনটি ধোঁয়ায় ঢেকে গেছে।

সেই ভবনের মধ্যে আটকা পড়ে আছেন আরও অনেকেই। সাহায্যের জন্য চিৎকার করে আকুতি করছেন তারা। নিচতলার সবাই বের হয়ে আসতে পেরেছেন।

তবে উপর তলায় অনেকেই আটকা পড়া অবস্থায় থাকার কারণে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : এএফপি

Be the first to comment on "দ. কোরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬"

Leave a comment

Your email address will not be published.




5 × 3 =