পাটগ্রাম সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে রশিদুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারেরবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রশিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর (কবরস্থান) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরে রশিদুলসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে ওই সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ০৩ নম্বর সাব পিলার এলাকায় যান। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে রশিদুলকে আটক করলে অন্যরা পালিয়ে যায়। পরে রশিদুলের ওপর বর্বর নির্যাতন চালায় বিএসএফ সদস্যরা। একপর্যায়ে তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায় তারা। কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে থাকা অন্য রশিদুলের সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রশিদুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, নিহত রশিদুল ইসলাম সীমান্তে গরু আনতে গিয়ে মারধরের শিকার হয়ে হাসপাতাল যাওয়ার পথে মারা গেছেন।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিএসএফের নির্যাতনে রশিদুল ইসলাম নিহত হয়েছেন কি না- তা খতিয়ে দেখছে বিজিবি। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে ইতোমধ্যে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

Be the first to comment on "পাটগ্রাম সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত"

Leave a comment

Your email address will not be published.




six − 4 =