নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘণ্টা ফ্লাইট অবতরণ বন্ধ ছিল। এতে বেশকিছু ফ্লাইট অবতরণে মারাত্মক বিঘ্নিত হয়েছে। বিমানবন্দর ফ্লাইট অপারেশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত (৬ ঘণ্টা) কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফলে বিভিন্ন গন্তব্য থেকে আসা বেশকিছু ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। তবে বিমান উড্ডয়ন স্বাভাবিক ছিল।
এ বিষয়ে বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ইকবাল করিম বলেন, কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ ছিল। তবে সকাল ১০টা থেকে অবতরণ চালু হয়েছে। ১১টা পর্যন্ত পাঁচটি ফ্লাইট অবতরণ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
এর আগে গতকাল মঙ্গলবারও কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। ওইদিন সকাল থেকে বিভিন্ন গন্তব্য থেকে আসা ২৫টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে সকাল সাড়ে ১০টার দিকে অবতরণ শুরু হয়।
Be the first to comment on "কুয়াশায় শাহজালালে ৬ ঘণ্টা ফ্লাইট অবতরণ বন্ধ"