নিউজ ডেস্ক : বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আংশিক বন্ধ হয়ে গেছে।
এতে বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে বলে খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন দুই লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ এই বিমানবন্দর ব্যবহার করেন এবং প্রায় দুই হাজার ৫০০টি বিমান ওঠা-নামা করে।
বিদ্যুৎ চলে যাওয়ার পর যাত্রীরা বিমানবন্দরের অন্ধকার টার্মিনালগুলোতে বা বিমানগুলোর ভিতরে অপেক্ষা করতে বাধ্য হন।
এই বিমানবন্দরের উদ্দেশ্যে আসা বিমানগুলোকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়; অন্যান্য বিমানবন্দর ছেড়ে যে বিমানগুলোর এই বিমানবন্দরে আসার কথা ছিল সেগুলো আগের বিমানবন্দরগুলোতেই অপেক্ষা করতে থাকে।
এক বিবৃতিতে আটলান্টার এই বিমানবন্দরটি জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ পর বিমানবন্দরের বিদ্যুৎ চলে যায়।
বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি জর্জিয়া পাওয়ার জানিয়েছে, তাদের ধারণা ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় লাগা আগুনের কারণে এ ঘটনা ঘটেছে, তবে আগুন লাগার কারণ তাদের জানা নেই।
রবিবার মধ্যরাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল করতে পারবে বলে আশা প্রকাশ করেছে কোম্পানিটি।
বিমানবন্দরটির ফ্লাইট কন্ট্রোল টাওয়ারের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ইউনাইটেড, সাউথওয়েস্ট ও আমেরিকান এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স রোববারের বাকি সময়ের জন্য বিমানবন্দরটিকে ঘিরে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, যাত্রীরা অন্ধকারের মধ্যে অপেক্ষা করছেন।
স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি সামলানোর জন্য বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Be the first to comment on "বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বিদ্যুৎ বিচ্ছিন্ন"