নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিছখালে বাজারে। গত বৃহস্পতিবার সঞ্জিলমার্কেট মাঠে। মাদক বিরোধী আনন্দোলন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি, সাবেক বেসরকারি শিক্ষক অবসর সুবিধা কল্যান বোর্ডের সাবেক মহাসচিব, তেজগাঁও মহিলা কলেজেরবর্তমান অধ্যক্ষ ও কিশোরগঞ্জ ছয় আসন করিমগঞ্জ – তাড়াইল থেকে আসন্ন একাদশ জাতিয় সংসদ নির্বাচনের মহাজোটের প্রার্থী।অধ্যক্ষ আসাদুল হক। বিকাল পাচটায় আংগুরভুইয়ার সভাপতিত্বে সভায় আসাদ বলেন। বাংলাদের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতেআবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কেক্ষমতায় আনতে হবে। এ সরকারের আমলে শিক্ষায় ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করেন।বাংলাদেশে কে শিক্ষিত মানুষের দেশ হিসাবেবিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে। সকল শিক্ষাস্তর কে জাতিয় করনের জন্য সরকারেরকাছে দাবী তুলে ধরেন। এ সময় এলাকার শিক্ষকেরা সভায় দু হাত তুলে তার দাবীর প্রতি সমর্থন জানান। সভায় আর বলেন আপনাদেরমনের ব্যাথা কোথায় আমি বঝি এবং মনে কি রক্ত করণ হচ্ছে তাও আমি বুঝি। বিগত নির্বাচনে মহাজোটের জাতিয় পার্টি প্রার্থী মজিবুল হক চন্নু সাহেব। সুন্দর সুন্দর কথাবলে তিনি মহাজোটের প্রার্থী হয়ে ছিলেন। তিনি ওয়াদা করেছিলেন ক্ষমতায় গেলে দশভাগ (জাতিয়পার্টি) কে নিয়ে ভাববেন না।চিন্তা করবেন নব্বই ভাগ (আওয়ামীলীগ) কে নিয়েকিন্তু তিনি তার দেয়া ওয়াদা রাখলেন না। বিশ্বাসঘাতকতা করেছেন জনগন এবং আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে। সুত্ররাংএকাদশ জাতিয় নির্বাচনে আর নাঙল চাইনা।আগামী নির্বাচনে মাঠে নৌকা থাকবে। আমি সে নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থনে একজনপ্রার্থী। এ সময় শত শত মানুষ কড় হাত তালিতেঅধ্যক্ষ আসাদ সাহেব কে অভিনন্দন জানায়।মাদক প্রসংগে তিনি বলেন পবিত্র কোরানে মাদক কে মহান আল্লাহ তায়ালা নিষেধ করেছেন। তার পর ও মুসলমান হয়ে কি ভাবেমাদক ব্যাবহার করে মানুষ। যারা মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজ কে ধবংশ করছেআমরা তাদের সাথে আপোষ করবো না।যারা মাদকের সাথে জরিত তাদের তালিকা দিবেন আমাদের পুলিশ প্রসাশন ব্যাবস্থা নিবে।আরো বলেন আমার কাছে অনেক নেতারা অভিযোগ করেছেন। চন্নু সাহেব আওয়ামীলীগের সাধারণ নেতা কর্মোদের কেতিনি মুল্যায়ন করেন না। সরকারি চাকুরীর জন্যগেলে তিনি দশলাখ টাকা দিতে হবে। এত টাকা একজন কৃষক কথা থেকে দিবে সন্তানের চাকুরীর জন্য বাড়ি জমিন বিক্রি করতে হবে।এমন দুর্নীতি বাজদের প্রতিহত করতে হবে। আর নয় নাঙল। করিমগঞ্জ তাড়াইলে নাঙলের বিরোধী আনন্দোলন করতে হবে যাতে নেত্রী ঢাকায় বসে আনন্দোলনের খবর শুনে পায়। অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, করিমগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা পারভেজ।গুনধর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকআ: খালেক , দেহুন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ:মালেক,জয়কা আওয়ামীলীগের সভাপতি মো: শামীম, গুজাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন ফকির প্রমুখ।
Be the first to comment on "করিমগঞ্জে নাঙ্গল নয় নৌকা দিতে হবে"