নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু করেছে বিএনপি। রোববার বিকেল ৩টা ৫ মিনিটে র্যালিটি শুরু হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালিটি মালিবাগ মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।
এতে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছেন।
এর আগে বিজয় র্যালিতে অংশ নিতে দুপুর ১টা থেকেই নয়াপল্টন দলের কেন্ত্রীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। রঙ বেরঙের পোশাক পড়ে মহিলাদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিজয় র্যালিতে অংশ নিয়েছেন।
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যালিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
Be the first to comment on "নয়াপল্টন থেকে বিএনপির বিজয় র্যালি শুরু"