নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
রবিবার রাতে বিআইডব্লিটিসি কাঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম এ কথা জানান।
তিনি বলেন, “রাত ১০টার পর থেকে কুয়াশা বাড়তে থাকলে নৌ চলাচলের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এরপর মাঝ পদ্মায় পাঁচটি ফেরি আটকে গেছে। তাই দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।”
সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান ব্যবস্থাপক সালাম।
Be the first to comment on "ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ"