নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নওগাঁ শহরে নয়ন হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে বাঙ্গাবাড়ীয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন হোসেন মহল্লার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক নৈশ্যপ্রহরী আহত হয়েছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে ওই মহাল্লার কায়কোবাদ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। মোবাইল ফোনে চুরির বিষয়টি জানতে পেরে ওই মহল্লার নৈশ্যপ্রহরী জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পাশের রাস্তায় আসেন নয়ন হোসেন।

মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় ২-৩ জনকে দেখে কাছে গিয়ে থামাতে বললে দুজনকেই অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে তাদের নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। নৈশপ্রহরী জাহাঙ্গীর চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আর দুর্বত্তদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Be the first to comment on "নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.




18 − 9 =