ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি : মি: তীব্র যানজট

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ যানজট দেখা যায়। এতে চরম বিপাকে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, বৃহস্পতি ও শুক্রবারের ছুটি উপলক্ষে অতিরিক্ত গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গার জালদহ ব্রিজের কাছে একটি আলুবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এর ফলে গাড়ির স্বাভাবিক গতি কমে যায়।

এছাড়াও রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত ও মহাসড়কে চারলেনের নির্মাণকাজ চলমান থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা অব্যাহত রখেছে বলে জানান তিনি।

Be the first to comment on "ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি : মি: তীব্র যানজট"

Leave a comment

Your email address will not be published.




fourteen − 2 =