নিউজ ডেস্ক : রংপুরের পীরগাছায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলী এলাকার লোহার ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পশ্চিমদেবু এলাকার আনোয়ার হোসেন (৪৮) ও একই উপজেলার ঝিনিয়া এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৪২) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুরের পীরগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী নৈশকোচ পীরগাছার কদমতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এবং একজনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "রংপুরে বাসচাপায় দুই যাত্রী নিহত"