থার্টিফার্স্ট নাইটে রাত ৮টার পর চলাচলে নিষেধাজ্ঞা : স্বরাষ্ট্রমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : থার্টিফার্স্ট নাইটে রাত ৮ টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বাড়িধারা আবাসিক এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সারাদেশব্যাপী ব্যাপক নিরাপত্তা দেওয়া হবে। ঢাকা শহরে ৭৫টিসহ সারা দেশের চার্চগুলোতে বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। রাজধানীর ৭৫টি চার্চে ৫ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।

 

তিনি বলেন, সভায় থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা দিতে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না, রাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ছাড়া কোনো বহিরাগত থাকতে পারবেন না।

 

এছাড়া রাজধানীর বনানী-গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকায় সন্ধ্যার পর থেকে এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগতরা ঘোরাফেরা করতে পারবেন না। একইসঙ্গে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সারা দেশের মদের দোকান বন্ধ থাকবে।

Be the first to comment on "থার্টিফার্স্ট নাইটে রাত ৮টার পর চলাচলে নিষেধাজ্ঞা : স্বরাষ্ট্রমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.




fifteen − nine =