নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল্লাহ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, তেজগাঁও এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুল্লাহ, গোপন সূত্রে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পাল্টা জবাব দেন পুলিশ সদস্যরাও। এতে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
আব্দুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান মিজানুর।
Be the first to comment on "তেজগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১"