নিউজ ডেস্ক : এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়াকে অবৈধ ঘোষাণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ফি আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত করা হবে।
বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পরে অ্যাডভোকেট মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
Be the first to comment on "এসএসসি ও এইচএসসির অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ"