ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

ভর্তি পরীক্ষার ফল www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফল প্রকাশ করে উপাচার্য আখতারুজ্জামান জানান, আগামী ১৪ জানুয়ারি থেকে যেহেতু ক্লাস শুরু হবে, তাই এর আগেই উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সব কাজ শেষ করতে হবে।

গত ১ ডিসেম্বর অধিভুক্ত কলেজগুলোর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ৯ ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৩ হাজার ৭০৫ জন ভর্তিযোগ্য বলে বিবেচিত হয়েছেন। এই ইউনিটের ১৬ হাজার ৯০০টি আসনের বিপরীতে ভর্তির জন্য ২৩ হাজার ৭০৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৬০৩ জন।

বিজ্ঞান ইউনিটের ভর্তিযোগ্য বিবেচিত হয়েছেন ১৪ হাজার ৭৫২ জন, এর মধ্যে আট হাজার ৬০০ জন ভর্তি হতে পারবেন। এই ইউনিটে ২৭ হাজার ১২৬ জন শিক্ষার্থী আবেদন করলেও ২০ হাজার ৩৩১ জন পরীক্ষায় অংশ নেন।

বাণিজ্য ইউনিটের ১৪ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হলেও ভর্তি হতে পারবেন আট হাজার ৭৮৫ জন। এই ইউনিটে ২২ হাজার ১০৩ জন আবেদন করলেও ১৮ হাজার ৩১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।

Be the first to comment on "ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ"

Leave a comment

Your email address will not be published.




four + fifteen =