টাঙ্গাইল মহাসড়কে ২৩ কি: মি: দীর্ঘ যানজট

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার কুরনী এলাকা পর্যন্ত যানজট রয়েছে বলে ট্রাফিক পুলিশের টিআই মো. সেলিম হোসেন জানিয়েছেন। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

সোমবার রাতে ঘন কুয়াশার কারণে চালকেরা ধীর গতিতে যান চালাতে থাকে। অপরদিকে মহাসড়ক চারলেন উন্নীতকরণ কাজ চলার কারণে বিভিন্নস্থানে খানাখন্দক থাকায় যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল ১০টার পর থেকে মহাসড়কের টাঙ্গাইলের দিকে ধীর গতিতে যান চলাচল করলেও ঢাকার দিকে থেমে থাকতে হয়। বেলা ১২টার পর ঢাকার দিকে থেমে থেমে যান চলাচল শুরু হয়। এতে যাত্রী, যানবাহনের স্টাফ ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুপুর ১টার দিকে মহাসড়কের চন্দ্রা থেকে কুরনী এলাকা পর্যন্ত ঢাকার দিকে যান থেমে রয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মো. ফরিদ হোসেন জানান, সকাল ১০টার পর থেকেই ঢাকার দিকে যানজট রয়েছে। তবে টাঙ্গাইলের দিকে ধীর গতিতে যান চলাচল করলেও ঢাকার দিকে মাঝে মধ্যে যান চলাচল করছে।

মির্জাপুর বাইপাস স্টেশনে কর্তব্যরত টিআই মো. ইত্তেখার বলেন, একদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেন উন্নীতকরণ কাজ চলছে। অপরদিকে সোমবার রাতে ঘন কুয়াশা পড়ায় যানবাহনের চালকেরা ধীর গতিতে যান চালাতে থাকে। এ কারণে যানজটের সৃষ্টি হয়।

Be the first to comment on "টাঙ্গাইল মহাসড়কে ২৩ কি: মি: দীর্ঘ যানজট"

Leave a comment

Your email address will not be published.




17 − eight =