নিউজ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৪ বাসযাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া এলাকার শাহাবুদ্দিন (৩৫), তার ছেলে আবু হানিফ (৬), একই এলাকার নুরুল হাসান রিফাত (২৯) এবং সাতকানিয়া এলাকার আমজাদ হোসেন (২৮)। আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Be the first to comment on "সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৪ বাসযাত্রী নিহত"