চট্টগ্রামে মাটির ঘর ধসে মা-মেয়ের নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটির ঘর ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার দোহাজারি পৌর সদরের আওতাধীন ইদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইদপুকুরিয়া গ্রামের মমতাজ বেগম (৫০) ও তার মেয়ে পান্না বেগম (২৭)। এ ঘটনায় ফেরদৌস আরা বেগম (১৮) নামে একজন আহত হয়েছেন।

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. আবদুল খালেক বলেন, গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছিল। সোমবার একটি পুরনো মাটির ঘর ধসে পড়ে। এতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে মা-মেয়ের মৃত্যু হয়। আহত অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

Be the first to comment on "চট্টগ্রামে মাটির ঘর ধসে মা-মেয়ের নিহত"

Leave a comment

Your email address will not be published.




1 × two =