নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করার অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধা আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন।
আমলি আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ৩০ জানুয়ারি আসামি মাহমুদুর রহমানকে আদালতের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, আসামি মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাতনি টিউলিপ সিদ্দিকী ও তাঁর পরিবার নিয়ে মিথ্যাচার করেছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেছেন। মাহমুদুর রহমানে বলেছেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যা করেছিল। এছাড়া ওই বছরের ১৬ জুন বঙ্গবন্ধু গণমাধ্যমকে হত্যা করে কবর দিয়েছিল। ফ্যাসিবাদী সরকারের অধীনে বর্তমান গণমাধ্যম দিল্লির দালাল। বর্তমান গণমাধ্যম দখলদার প্রধানমন্ত্রীর দালাল। এছাড়া বঙ্গবন্ধুর জীবন নিয়েও কটূক্তি করেছেন আসামি মাহমুদুর রহমান।
গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে ওই বক্তব্য দেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
Be the first to comment on "গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি"