নিউজ ডেস্ক : ঢাকার ফার্মগেইটে কৃষি গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবন ভাঙার ওপর হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
এর ফলে ওই ল্যাবরেটরি ভবন ভাঙতে আর কোনো বাধা থাকল না বলে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
সেই সঙ্গে খামার বাড়িতে ভবন ভাঙার বিষয়ে হাই কোর্ট যে রুল দিয়েছিল, দ্রুত তার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। আর রিটকারীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আশিক আল জলিল এবং এ্ এফ হাসান আরিফ।
আদেশের পর মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের আদেশ স্থগিত হয়ে যাওয়ায় ওই ভবন ভাঙতে আর কোনো বাধা নেই।
Be the first to comment on "খামার বাড়ির সেই ল্যাবরেটরি ভাঙতে ‘বাধা নেই’"