নিউজ ডেস্ক : ফাইনালে উঠার লড়াই কোয়ালিফায়ার টু-তে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে প্রথমে ব্যাট করবে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
এলিমিনেটরে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে হারিয়ে কোয়ালিফায়ারে উঠে রংপুর। আর কোয়ালিফায়ার ওয়ানে ঢাকা ডায়মাইটসের কাছে হেরে যায় কুমিল্লা।
আজ এ দুই দলের মধ্যে যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর বিজয়ী দল খেলবে ফাইনালে নাম লেখানো সাকিব আল হাসানের ঢাকা ডায়মাইটসের বিপক্ষে।
বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে কপাল পুড়বে রংপুরের। পয়েন্ট আর রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Be the first to comment on "টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা"