নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে; যাদের অস্ত্র বিক্রেতা বলছে র্যাব।
উপজেলার হরিপুর এলাকার সামাদ অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের সামনে থেকে শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর এলাকার কোরবান আলীর ছেলে ইয়াসিন আলী (২০) ও পুলপাড়ার দেলখোশ আলীর ছেলে আব্দুর রহমান (১৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের একটি টহলদলকে দেখে ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের শরীরে তল্লাশি চালানো হলে দুটি পিস্তুল, চারটি গুলি, দুটি ম্যাগাজিন ও একটি ব্যাগ থেকে চারটি খেলনা পিস্তুল উদ্ধার করে র্যাব।
আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Be the first to comment on "চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ২ যুবক আটক"