নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন মৌসুমী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। ‘নায়ক’ নামের এ ছবিটি নির্মান করছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান।  শুক্রবার সন্ধ্যায় মৌসুমীকে ‘নায়ক’ ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইস্পাহানী-আরিফ জাহান। তিনি শনিবার বিকেলে জনকণ্ঠকে বলেন, ‘বিদ্রোহী বধূ’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘তুমি সুন্দর’, ‘গোলাম’, ‘মেশিনম্যান’, ‘শিকারী’সহ বেশ কিছু ছবি ইতিমধ্যে আমরা দর্শকদের উপহার দিতে পেরেছি। আমাদের পরিচালিত বেশিরভাগ ছবির মূল চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌসুমী। ‘নায়ক’ নামের নতুন ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ইস্পাহানী বলেন, মৌসুমীর সঙ্গে চলচ্চিত্রে পরিচয় অনেকদিনের।

 

বেশ কিছু সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করা হয়েছে আমাদের। আসছে জানুয়ারি মাস থেকে এ ছবির কাজ শুরু হবে। আশা করি, নতুন কাহিনীর এ ছবিটিও দর্শক পছন্দ করবেন। মৌসুমী বলেন, ছবির গল্প ও চরিত্র শুনে আমার ভালোলেগেছে। আর ইস্পাহানী-আরিফ জাহানের ছবি এর আগেও করেছি আমি। আশা করি, নতুন ছবিটিও দর্শক পছন্দ করবেন। এদিকে, ‘নায়ক’ ছবিতে বাপ্পি চৌধুরী ও অধরা খান এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল। খুব শিগগিরই মহরতের মাধ্যমে এ ছবির শুটিং শুরু করবেন ইস্পাহানী-আরিফ জাহান।

 

 

 

Be the first to comment on "নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন মৌসুমী"

Leave a comment

Your email address will not be published.




15 − 10 =