নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার খাজাপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, সকাল ৬টার দিকে খাজাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ওই নারী মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Be the first to comment on "কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু"