নিউজ ডেস্ক : অধস্তন অাদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির ৩২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রমুখ।
অাইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৫ তম অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি দেবেন।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরোধে শিগগির আইন করা হবে জানিয়েছেন তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একজন কনভিক্টেড আসামি। তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারটি তদন্ত কমিটি দেখবে।
Be the first to comment on "‘বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট এক সপ্তাহের মধ্যেই’"