জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি ট্রাম্পের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আমেরিকান দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউজ থেকে এক ভাষণে ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্রাম্পের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো ঘোলাটে করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনই প্রথম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলো।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে আরব দেশগুলো। এর পরিণতি বিপজ্জনক হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে জর্ডান।

জেরুজালেম ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের কাছে একটি পবিত্র স্থান। এ নিয়ে দু’দেশের মধ্যে বহুদিন ধরেই বিতর্ক চলে আসছে। ইসরায়েল সব সময়ই জেরুজালেমকে তাদের রাজধানী বলে স্বীকৃতি দিয়ে আসছে। অপরদিকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে জেরুজালেমের পূর্বাঞ্চলকে দেখতে চায় ফিলিস্তিনিরা। ট্রাম্পের এই স্বীকৃতির ফলে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের সংঘর্ষ আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

Be the first to comment on "জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি ট্রাম্পের"

Leave a comment

Your email address will not be published.




2 × one =