নিউজ ডেস্ক : চাঁদা না দেয়ায় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আনোয়ার হোসেন ২৫ নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সময় ৭টার দিকে দক্ষিণ আফ্রিকার বেলকম শহরে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
স্থানীয় পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিনের মধ্যে মরদেহ বাংলাদেশে আনা হবে। নিহতের পরিবার সূত্র জানায়, আনোয়ার হোসেন ওইদিন সন্ধ্যায় দোকানে বসার পর পরই সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে আনোয়ার নিহত হয়। দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা তার ওপর ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে।
Be the first to comment on "চাঁদা না দেয়ায় দ. আফ্রিকায় বাংলাদেশি খুন"