আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই : নাসিম

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই, চ্যালেঞ্জ গ্রহণের লড়াই এবং বাঁচা-মরার লড়াই।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন , খেলা হবে মাঠে, যদি সাহস থাকে নির্বাচনী মাঠে আসেন। ইনশাল্লাহ ফাইনাল খেলা হবে। কিন্তু বলবেন এটা পাইনি-ওটা পাইনি, নির্বাচন করব না। যদি ফেরত যান বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।

খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, আন্দোলনের কথা বলেন, আন্দোলনের চ্যাম্পিয়নরা এখানে বসে আছি। আমাদের আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলন যখন হইছে মাঠে থেকে মাইর খাইছি। মাঠ ছেড়ে পালিয়ে যাই নাই। আপনারা আন্দোলনের কথা বলেন আবার সব ফেলে পালিয়ে যান।

তিনি বলেন, খালেদা জিয়াকে বলে যাই, বিএনপিকে বলে যাই- নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক আর সহায়ক এগুলি নিয়ে ঘরের মধ্যে বসে থাকেন। লাভ কিছুই হবে না। কোনো সহায়ক, তত্ত্বাবধায়ক হবে না। তত্ত্বাবধায়ক সরকার মারা গেছেন, তার দাফন হয়ে গেছে।

আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে নাসিম বলেন, নির্বাচন হবে ১৮ (২০১৮) এর ডিসেম্বরে। বিজয়ের মাসে। ডিসেম্বর মাস হলো বাঙালির বিজয়ের মাস, নৌকার বিজয়ের মাস, বঙ্গবন্ধুর বিজয়ের মাস। বিজয়ের মাসে ইনশাল্লাহ আবার আমরা বিজয়ী হব।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মমতাছের বাবর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসাহাক আলী প্রমুখ।

Be the first to comment on "আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই : নাসিম"

Leave a comment

Your email address will not be published.




1 + six =