নিউজ ডেস্ক : ন্যু ক্যাম্পে আর্নেস্তো ভালভার্দের একাদশ দেখে অনেকেই দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন। এটা কোন দল আবার? বার্সেলোনার একাদশ তো? লুইস সুয়ারেজ, ইভান র্যাকিটিক এবং জেরার্ড পিকে- সর্বোপরি ঐতিহ্যবাহী নেভি ব্লু এবং রয়্যাল মেরুন রংয়ের জার্সিটা না থাকলে হয়তো কারও কারও চিনতেই কষ্ট হতো বার্সাকে।
স্পোর্টিং লিজবনের সামনে এমন অচেনা বার্সেলোনাও ছিল দুর্দান্ত। আর্নেস্তো ভালভার্দে যে তার রিজার্ভ বেঞ্চের শক্তি প্রদর্শণ করতে চাইলেন এবং প্রতিপক্ষকে একটা বার্তা দিয়ে রাখলেন, তাতে তিনি অনেক বেশি সফল বলা যায়।
অচেনা বার্সেলোনাই সফরকারী স্পোর্টিং লিজবনকে হারিয়ে দিলো ২-০ গোলে। যার একটি করেছেন পাচো আলেচেসার। অন্যটি এসেছে আত্মঘাতি থেকে। স্পোর্টিংয়ের জেরেমি ম্যাথিউ নিজেদের জালেই বল প্রবেশ করিয়ে দিলেন। ফলে ‘ডি’ গ্রুপ থেকে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে গেলো লিওনেল মেসির দল বার্সেলোনা।
Be the first to comment on "স্পোর্টিংকে হারিয়েই শেষ ষোলয় গেল বার্সা"