ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে কে ‘হত্যার পরিকল্পনা ব্যর্থ’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে কে হত্যার একটি পরিকল্পনা যুক্তরাজ্যের পুলিশ নস্যাৎ করেছে বলে স্কাই নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে মে-র ওপর হামলা ও তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার এক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ মে হত্যার এ পরিকল্পনার কথা জানায় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার সন্ত্রাস দমন আইনে দুই যুবককে আটকের কথা জানিয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিট ২৮ নভেম্বর নাইমুর জাকারিয়া রহমান ও মোহাম্মদ আকিব রহমানকে আটক করে বলে বিবৃতিতে জানায় পুলিশ।

২০ বছর বয়সী নাইমুরের বাস উত্তর লন্ডনে; ২১ বছরের আকিব থাকতেন দক্ষিণ-পূর্ব বার্মিংহামে।

স্কাই নিউজ জানিয়েছে, আটক দুই যুবক ডাউনিং স্ট্রিটে বিস্ফোরক দিয়ে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

মঙ্গলবার যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেছেন বলেও স্কাই নিউজের প্রতিবেদক জানিয়েছেন।

আটক দুই যুবককে বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা।

হত্যার পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার সকালে মে-র মুখপাত্র জানান, ব্রিটেন গত এক বছরে সন্ত্রাসবাদী হামলার অন্তত ৯টি ষড়যন্ত্র নস্যাৎ করেছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।

মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজ এলাকায় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ও পুলিশকে ছুরি মেরে পাঁচজনকে হত্যা করে।

মে মাসে ম্যানচেস্টার আরেনায় একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হন।

জুনে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের গাড়ি ও ছুরি হামলায় মৃত্যু হয় ১১ জনের।

Be the first to comment on "ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে কে ‘হত্যার পরিকল্পনা ব্যর্থ’"

Leave a comment

Your email address will not be published.




9 − one =