রাজধানীতে ‘জেএমবির সদস্য’ গ্রেফতার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেপ্তার মো. নূর আজম সিদ্দিক ওরফে ইয়াছিন (৩৮) এর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, মঙ্গলবার ভোরে সবুজবাগের বাসাবো বালুরমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও কিছু জিহাদি লিফলেট উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা ইউসুফ বলেন, ইয়াছিন সবুজবাগ এলাকায় গোপনে জেএমবির সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ, অর্থ সংগ্রহ, সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্ররোচিত করার উদ্দেশ্যে পরিকল্পনা করে আসছিল।

তার বিরুদ্ধে সুবজবাগ থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইউসুফ।

Be the first to comment on "রাজধানীতে ‘জেএমবির সদস্য’ গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.




2 × three =