নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারসহ (ডিআইজি সমমর্যাদার) ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট, অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলমকে অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক, যুগ্ম পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর, যুগ্ম পুলিশ কমিশনার মো. আব্দুর রাজ্জাককে যুগ্ম পুলিশ কমিশনার অপরেশনস, উপ-পুলিশ কমিশনার মো. শাহেদ আল মাসুদকে অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন অফিসে সংযুক্ত, গোয়েন্দা পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীনকে উপ-পুলিশ কমিশনারের (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) এর দফতরে সংযুক্ত, গোয়েন্দা পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা পূর্ব বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়াও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা পূর্ব বিভাগে পদায়ন করা হয়েছে।
Be the first to comment on "ডিএমপির ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি"