নিউজ ডেস্ক : আধুনিক সদন হাসপাতালে মাথাবিহীন অদ্ভুদ এক শিশুর জন্ম হয়েছে। শনিবার রাত ৮টায় ওই শিশুর জন্ম হলে তাকে এক নজর দেখার জন্য অসংখ্য মানুষের ভীড় লেগে যায়।
শিশুটির জন্মদায়ী মা শহরের নিশ্চিন্তপুর গ্রামের হোটেল শ্রমিক লিমনের স্ত্রী সেলিনা আকতার ওই শিশুটিকে জন্ম দেয়। লিমন জানান, তার স্ত্রী’র সন্তান প্রসবের ব্যথা উঠলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার রাত ৮টায় মাথা বিহীন একটি অদ্ভুদ আকৃতির ওই শিশুটির স্বাভাবিক জন্ম হয়। শিশুটির দু’ চোখ ফোলা এবং নাকের নীচে ঠোট কাটা।
এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে উৎসুক জনতার ভীড় জমে উঠে। ওই শিশুটি তার মায়ের কোলে এখনো সুস্থ রয়েছে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহজাহান নেওয়াজ জানান, হাজারে ২/১ টা শিশু প্রকৃতির নিয়মে অস্বাভাবিক দেহ নিয়ে বিকলাঙ্গ শরীরে জন্ম লাভ করে থাকে। এই শিশুটিও তাদের মধ্যে একটি। তাছাড়াও গর্ভে থাকাকালে আয়োডিন ও অপুষ্টিজনিত কারণেও এভাবে শিশুটির জন্ম হতে পারে।
Be the first to comment on "ঠাকুরগাঁওয়ে অদ্ভুদ এক শিশুর জন্ম"